বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

রহমতে আলম ইসলাম মিশনের কার্যক্রম

১। আলে-রাছুল লিল্লাহ বোডিং ও ইসলাম মিশন এতিমখানা (ছেলেদের)ঃ ইহা মুসলিম সমাজের এতিম, মিছকিন, অনাথ-অসহায়, লাওয়ারীশ, মুহাজির, অবহেলিত শিশু দ্বীন-দরিদ্র, খাদেম কর্মী, সমাজসেবক, পথিক, মুসাফির ও বিপন্ন নওমুসলিমগণের ফ্রি থাকা-খাওয়া ও আশ্রয় কেন্দ্র। (দারিদ্রর কারণে কেউই যেন উন্নতির সুযোগ থেকে বঞ্চিত না হয়) “লিল্লাহ বোডিং আন্দোলনের” ইহাই প্রথম প্রতিষ্ঠান।

২। ফাতেমা জাহ্রা লিল্লাহ বোডিং (মেয়েদের)ঃ জাতীয় সর্বহারা এতিম, মিছকিন, অনাথ, অসহায় মেয়েদের ইজ্জত আবরু রক্ষা ও ফ্রি থাকা খাওয়ার আশ্রয় কেন্দ্র।

৩। মদীনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট বালক ও মহিলা কামিল মাদরাসাঃ আদর্শ অবৈতনিক বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম মিশনের যৌথ শিক্ষা বা একজাতি একশিক্ষা পদ্ধতি অনুযায়ী ইসলামী তরবিয়ৎসহ ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ধনী দরিদ্র নর-নারী নির্বিশেষে প্রত্যেক মুসলিম সন্তানকে সু-শিক্ষিত, সু-সভ্য ও আদর্শ মানুষ রূপে গড়ে তোলার জন্য স্বতন্ত্র ২ (দুই) টি কামিল পর্যন্ত অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান।

৪। দারুল ইসলাহঃ ইসলামের জন্য জীবন উৎসর্গকারী মুজাহিদ খাদেম কর্মীদের আদর্শ, দক্ষ ও স্বাবলম্বী প্রশিক্ষক, মুবাল্লিগ মিশনারী সমাজ সেবক খাদেম কর্মীরূপে গঠন করার ট্রেনিং সেন্টার।

৫। বায়তুল ইসলাহঃ উচ্ছৃঙ্খল ও দুষ্টুমতি ছেলেদের সংশোধন নিবাস।

৬। মাদ্রাসা-ই-হেফজুল কোরআনঃ ছাত্র-ছাত্রীদের পবিত্র কোরআন মুখস্ত করার পৃথক তিনটি হিফজখানা (ছেলেদের দুটি এবং মেয়েদের একটি)

৭। মাদ্রাসা-ই-তাহসীনুল কোরআনঃ সুন্দর লাহানে ও শুদ্ধরূপে কোরআন মজিদ শিক্ষা দেওয়া হয়।

৮। দারুৎ তাছনিফঃ মিশনের স্কীম অনুসারে মিশনারী কিতাব পুস্তক ইত্যাদি রচনা কেন্দ্র।

৯। নুরুল হুদা মাজহারুল হক লাইব্রেরীঃ ধর্মীয় ও আধুনিক পুস্তক এবং সংবাদপত্র ইত্যাদি পড়িবার ফ্রি পাঠাগার।

১০। জনকল্যাণ শেফাখানাঃ মিশনের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী ও বাহিরের গরীব অনাথ রোগীদের ফ্রি চিকিৎসা কেন্দ্র।

১১। মোস্তাশফায়ে রহমানীঃ মিশনের লিল্লাহ হাসপাতাল।

১২। মালজায়ে রাব্বানী মুসাফিরখানাঃ বহিরাগত মেহমান, মুসাফির ও বিপন্ন পথিকের সাময়িক নিবাস।

১৩। কাছবে হালাল কারিগরী বিদ্যালয়ঃ মিশনের ছাত্র-ছাত্রীদের হালাল রুজী উপার্জন ও স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে কম্পিউটার, ফ্রিজ, এসি, বস্ত্র বুনন, দর্জি কাজ, কাঠ ও অন্যান্য কারিগরী শিক্ষা দেওয়া হয়।

১৪। কৃষি খামার শিক্ষা কেন্দ্রঃ এখানে কৃষিকার্য, হাঁস মুরগী পালন, মৎস্য খামার, গাছ লাগানো ইত্যাদি শিক্ষা দেওয়া হয়।

১৫। খুদ্দামূল খাল্কঃ বিপন্ন ও দুঃস্থ মানবদের সেবাকার্যে নিয়োজিত মিশনের স্বেচ্ছাসেবক কর্মী দল।

১৬। খুদ্দামুল মাইয়্যেৎ (মৃত সৎকার বাহিনী)ঃ মৃতদের বিপন্ন পরিবারের ডাকে যখন যেখানে দরকার হয়, এই কর্মীগণ মৃতদের গোসল, দাফন, জানাজা, কোরআন খানী, ফাতেহা খানী ইত্যাদি কাজ সমাধা করেন। এই কাজের জন্য নারী পুরুষ উভয় খাদেম দল সদা প্রস্তুত থাকে।

১৭। ইসলাম রক্ষী দলঃ জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জান-মাল ইজ্জত, আব্রæ, ধর্ম ও ধর্মস্থানকে আক্রমনকারী হাত থেকে রক্ষার কাজে এবং রাষ্ট্রে নিরাপত্তা, দেশের আইন শৃংখলা ঐক্য ও শান্তি রক্ষা কাজে স্বেচ্ছায় নিয়োজিত খোদায়ী বাহিনী। এই কাজগুলি প্রত্যেক মুসলমানের উপর ফরজ।

১৮। মাসজিদুল হুদাঃ মসজিদকে হেদায়েতের কেন্দ্র ও মুসলমানদের ঐক্য শক্তি উৎস হিসাবে গড়ে তোলার আদর্শ মসজিদ।

১৯। খানকায়ে ছায়ীদিয়া হামিদিয়াঃ তরিকতের নিয়ম অনুসারে আধ্যাত্মিক উন্নতির সাধনা কেন্দ্র।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট